• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পেঁয়াজ রফতানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করল ভারত

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৩, ০৩:২৯ এএম

পেঁয়াজ রফতানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করল ভারত

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পেঁয়াজ রফতানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারত সরকার। যা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।

শনিবার (১৯ আগস্ট) ভারতের অর্থ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে বাড়ছে পেঁয়াজের দাম। তাই স্থানীয় পর্যায়ে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করতে ও সরবরাহ বাড়াতে পেঁয়াজ রফতানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে দিল্লি সরকার। যা অবিলম্বে কার্যকর হবে। এ নির্দেশনা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।

তবে ভারতে পেঁয়াজের ভালো মজুত আছে বলে জানিয়েছেন দেশটির ব্যবসায়ীরা। তারা জানান, দীর্ঘ সময় ধরে অত্যধিক গরম থাকার কারণে অনেক পেঁয়াজের মান নষ্ট হয়ে গেছে, ফলে বাজারে ভালো মানের পেঁয়াজের দাম বাড়ছে।

এর আগে ব্যবসায়ীদের বরাত দিয়ে এক প্রতিবেদনে ইকোনমিক টাইমস জানিয়েছিল, চলতি বছরের সেপ্টেম্বরে প্রায় দ্বিগুণ বাড়তে পারে পেঁয়াজের দাম। এতে প্রতি কেজি পেঁয়াজের দাম পড়বে ৫৫ থেকে ৬০ রুপি।

এদিকে চলতি বছরের ২০ জুলাই বিশ্বের বৃহত্তম চাল রফতানিকারক দেশ ভারত বাসমতি ছাড়া অন্য সব চাল রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। মূলত দেশটির উত্তরাঞ্চলে ভারি বৃষ্টিপাতের কারণে পাঞ্জাব ও হরিয়ানাসহ কয়েকটি রাজ্যের নতুন রোপণ করা ফসল বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এতে করে চালের বাজারে ঘাটতির শঙ্কায় দেশটির খুচরা বাজারে মাস ব্যবধানে দাম ৩ শতাংশ বেড়ে যায়। তাই অভ্যন্তরীণ বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রফতানি নিষেধাজ্ঞা দেয় ভারত।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

অর্থ ও বাণিজ্য সম্পর্কিত আরও

আর্কাইভ