• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

চতুর্থ দিনের মতো চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস বন্ধ

প্রকাশিত: আগস্ট ৮, ২০২৩, ০২:০৭ এএম

চতুর্থ দিনের মতো চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস বন্ধ

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো

বৈরী আবহাওয়ার কারণে চতুর্থ দিনের মতো চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বন্ধ রয়েছে পণ্য খালাস কার্যক্রম।

বিগত কয়েকদিন ধরে চলমান বৃষ্টিপাতের মাত্রা উপকূলে কিছুটা কমলেও সাগরে প্রবল বর্ষণ অব্যাহত রয়েছে। আর উত্তাল সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি থাকায় চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস চতুর্থ দিনের মতো বন্ধ রাখতে বাধ্য হয়েছেন জাহাজ মালিকেরা। ঢেউয়ের তোড়ে দুর্ঘটনা এড়াতে জাহাজে থাকা ক্রেনসহ অন্যান্য যন্ত্রাপাতিও বেঁধে রাখা হয়েছে।

বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ বলেন, সাগর উত্তাল থাকায় ও প্রবল বৃষ্টিপাতের কারণে পণ্য খালাসে সমস্যা হচ্ছে। এতে জাহাজ থেকে পণ্য খালাস কার্যক্রম বন্ধ রয়েছে।

বর্তমানে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ৬৩টি পণ্যবাহী জাহাজের অবস্থান রয়েছে। এর মধ্যে জেনারেল কার্গোবাহী ২২টি, গমবাহী ৬টি, সিমেন্ট ক্লিংকারবাহী ২২টি, চিনিবাহী ২টি, লবণবাহী ১টি জাহাজ এবং অয়েল ট্যাংকার রয়েছে একটি।

এর আগে শুক্রবার সকাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ হয়ে যায়। এতে দেশের আমদানি-রফতানি বাণিজ্যে প্রভাব পড়ছে বলে জানান সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, বহির্নোঙরে মাদার ভ্যাসেলের পাশে রেখেই লাইটারেজ জাহাজে পণ্য খালাস করতে হয়। কিন্তু দুর্ঘটনার শঙ্কা থেকেই সতর্ক সংকেতের পর পণ্য খালাস বন্ধ রাখতে হয়েছে।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ