• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

চট্টগ্রাম বন্দরের পণ্য খালাস বন্ধ

প্রকাশিত: আগস্ট ৭, ২০২৩, ০৩:১২ এএম

চট্টগ্রাম বন্দরের পণ্য খালাস বন্ধ

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো

প্রবল বৃষ্টি ও সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। এতে অলস বসে থাকায় পণ্যবাহী ৫০টির বেশি জাহাজকে জরিমানা গুণতে হচ্ছে লাখ লাখ ডলার।

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে পণ্যবাহী জাহাজগুলো। তবে প্রবল বৃষ্টির কারণে বাধাগ্রস্ত হচ্ছে খালাস কার্যক্রম। এতে পণ্য খালাস বন্ধ রেখে নোঙর করে বসে থাকতে হচ্ছে সবগুলো মাদারভ্যাসেলকে।

বন্দর সূত্রে জানা যায়, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বর্তমানে ৬২টি জাহাজের অবস্থান রয়েছে। এর মধ্যে ৪২টি জাহাজ পণ্য খালাসের প্রক্রিয়া শুরু করলেও প্রবল বৃষ্টি এবং উত্তাল ঢেউয়ের কারণে শুক্রবার সকাল থেকে খালাস বন্ধ হয়ে যায়। সয়াবিন তেলবাহী অয়েল ট্যাংকারও তেল খালাস করতে পারছে না। শত শত লাইটারেজ জাহাজও পণ্য খালাস বন্ধ রেখে বসে আছে চট্টগ্রাম বন্দরের পাশ্ববর্তী ১৬টি ঘাটে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, বৃষ্টি হলে পণ্য নষ্ট হওয়ার আশংকা থাকে। তাই পণ্য খালাস বন্ধ রাখা হয়েছে।

এদিকে অলস বসে থাকায় জরিমানা গুনতে হচ্ছে মাদার ভ্যাসেলগুলোকে। সাইফ মেরিটাইমের চিফ অপারেটিং অফিসার আব্দুল্লাহ জহির বলেন, কার্যক্রম বন্ধ থাকলে প্রতিটি মাদারভ্যাসেলকে প্রায় ১০ থেকে ১৫ হাজার ডলারের ক্ষতির সম্মুখীন হতে হয়।

আর পণ্য খালাস কার্যক্রম বন্ধ থাকায় বাজারে এর প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

উল্লেখ্য, বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ করে অবস্থানরত জাহাজের মধ্যে খাদ্যপণ্যবাহী জাহাজ ৬টি, চিনিবাহী ২টি, লবণবাহী ১টি এবং সিমেন্ট ক্লিংকারবাহী জাহাজ রয়েছে ২০টি।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

অর্থ ও বাণিজ্য সম্পর্কিত আরও

আর্কাইভ