• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

টেকসই রেটিং পেল ৭ ব্যাংক ও ৪ আর্থিক প্রতিষ্ঠান

প্রকাশিত: আগস্ট ৫, ২০২৩, ০৩:১৩ এএম

টেকসই রেটিং পেল ৭ ব্যাংক ও ৪ আর্থিক প্রতিষ্ঠান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তৃতীয়বারের মতো দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) সাসটেইনেবল বা টেকসই রেটিং প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ তালিকায় স্থান পেয়েছে সাতটি ব্যাংক ও চারটি আর্থিক প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়,  টেকসই ৭ ব্যাংকের তালিকায় রয়েছে ব্র্যাক ব্যাংক, যমুনা ব্যাংক, প্রাইম ব্যাংক, শাহ্‌জালাল ইসলামী ব্যাংক, দ্য সিটি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।

এ ছাড়া আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে অগ্রণী এসএমই ফাইন্যান্সিং কোম্পানি, বাংলাদেশ ফাইন্যান্স, আইডিএলসি ফাইন্যান্স ও লংকান অ্যালায়েন্স ফাইন্যান্স লিমিটেড।

আর ২০২১ সালের তথ্যের ভিত্তিতে সাসটেইনেবল রেটিংয়ে তালিকায় সবচেয়ে ভালো করেছিল ১০ ব্যাংক ও ৫টি আর্থিক প্রতিষ্ঠান। সেবার তালিকায় থাকা ব্যাংকগুলো ছিল ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, ডাচ্‌-বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, এক্সিম ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, এনআরবি ব্যাংক, পূবালী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ও সিটি ব্যাংক।

আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল অগ্রণী, এসএমই ফাইন্যান্স, বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, বিআইএফএফএল, আইডিএলসি ফাইন্যান্স ও আইপিডিসি ফাইন্যান্স।

উল্লেখ্য, টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের জন্য বাংলাদেশ ব্যাংক কয়েক বছর ধরে টেকসই রেটিং প্রকাশ করে আসছে।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ