• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিরাট হাট কন্টেস্টের বিজয়ীদের নাম জানা গেল

প্রকাশিত: আগস্ট ৩, ২০২৩, ০২:৫৫ এএম

বিরাট হাট কন্টেস্টের বিজয়ীদের নাম জানা গেল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশে অনলাইনে গবাদি পশু কেনা-বেচার জনপ্রিয় মাধ্যম বিক্রয়, তাদের প্রধান কার্যালয়ে সোমবার (৩১ জুলাই) ২০২৩ ফ্ল্যাগশিপ কোরবানি ক্যাম্পেইন ‘বিক্রয় বিরাট হাট পাওয়ার্ড বাই মিনিস্টার’ কন্টেস্ট বিজয়ীদের নাম ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করে। এই ক্যাম্পেইনের টাইটেল স্পন্সর হিসেবে ছিলো মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড ও অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে ছিলো অপো বাংলাদেশ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিক্রয়য়ের সিইও ঈশিতা শারমিন, হেড অব মার্কেটিং আরিফিন হোসাইন, হেড অব কর্পোরেট সেলস সঞ্জয় বিশ্বাস, মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন কে.এম.জি. কিবরিয়া, এবং অপো বাংলাদেশের ব্র্যান্ড প্রমোশন ম্যানেজার নাজমুস সাকিব।

এ বছর গ্রাহক ও মেম্বার উভয় পক্ষের জন্যই ছিলো দু’টি ভিন্ন চমকপ্রদ কন্টেস্ট। গ্রাহক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা বিরাট হাট ২০২৩ থিম সংয়ের হুক স্টেপ ফলো করে একটি ভিডিও তৈরি করে #BiratHaat2023 ক্যাপশন ব্যবহার করে এটি ফেসবুক, টিকটক, অথবা ইউটিউব– প্রোফাইলে শেয়ার করে ভিডিও লিংকটি বিক্রয় ব্লগ সাইটে পাঠান। সারা দেশ থেকে গ্রাহক প্রতিযোগীদের মধ্য থেকে সর্বাধিক বিনোদনমূলক এবং ব্যাতিক্রমধর্মী ভিডিওয়ের ভিত্তিতে ১৮ জন বিজয়ী নির্ধারণ করা হয়। গ্রাহক প্রতিযোগিতার প্রথম ৩ জন ভাগ্যবান বিজয়ীরা হলেন যথাক্রমে– অনয়া চৌধুরী, এস এম রেজাওন হক, এবং প্রান্তিক চক্রবর্তী।

অপরদিকে মেম্বারদের প্রতিযোগিতার ক্ষেত্রে যেকোনো ক্যাটাগরিতে সর্বোচ্চ সংখ্যক বিজ্ঞাপনদাতা মেম্বার, এবং সবচেয়ে বেশি ভিউ ও রেসপন্সপ্রাপ্ত মেম্বারদের মধ্য থেকে ১৪ জনকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হয়। মেম্বার প্রতিযোগিতার প্রথম ৩ জন ভাগ্যবান বিজয়ীরা হলেন যথাক্রমে– রিয়েল ড্রিম বিল্ডার্স লিমিটেডের উদ্যোক্তা মো. শফিকুল ইসলাম; কার কর্নারের উদ্যোক্তা আব্দুল লতিফ এবং মনি ডেইরি ফার্মের উদ্যোক্তা হাজী আনোয়ার হোসেন।

উভয় কন্টেস্টের বিজয়ীরা পাচ্ছেন মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড ও অপো বাংলাদেশ-এর পক্ষ থেকে রেফ্রিজারেটর, এলইডি টিভি, স্মার্টফোন সহ নানান আকর্ষণীয় পুরস্কার।

বিক্রয়’য়ের সিইও ঈশিতা শারমিন বলেন, ‘বরাবরের মতো এবছরও বিরাট হাট ক্যাম্পেইনে সম্মানিত গ্রাহক ও মেম্বারদের কাছ থেকে আমরা অসাধারণ সাড়া পেয়েছি। তাদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়ে আমরা আনন্দিত। সবার ঈদকে আনন্দঘন করার লক্ষ্যেই আমাদের এই কন্টেস্ট আয়োজন। এবার কোরবানির মৌসুমে প্রায় ১২০ মেম্বার আমাদের সাথে যুক্ত হয়ে তাদের খামারের পশুর বিজ্ঞাপন দিয়েছেন এবং বিক্রয় থেকে এ বছর কোরবানির মৌসুমে প্রায় ৩ হাজার পশু বিক্রি হয়েছে। গ্রাহকরা বিক্রয় থেকে তাদের পছন্দের গরু কিনে এবং বিক্রেতারা তাদের খামারের পশু বিক্রির মাধ্যমে কোরবানির ঈদকে চমৎকারভাবে উদযাপন করতে পেরেছেন বলে আমি আশা করি।’

মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন কে.এম.জি. কিবরিয়া বলেন, ‘এরকম একটি চমকপ্রদ আয়োজনের সাথে যুক্ত থাকতে পেরে আমরা বেশ আনন্দিত। ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে প্রতিবছরের মতো অনলাইনে পশু কেনা-বেচার আয়োজন করার জন্য বিক্রয়-কে বিশেষ ধন্যবাদ। ঈদের আনন্দকে কিছুটা বাড়িয়ে তোলার প্রয়াস হিসেবে কন্টেস্ট বিজয়ীদের জন্য আমরা নিয়ে এসেছি আকর্ষণীয় পুরস্কার। আশা করি দেশীয় ব্র্যান্ড মিনিস্টার-এর হোম অ্যাপ্লায়েন্স গ্রাহক ও মেম্বারদের ঈদ আনন্দকে দ্বিগুণ করে তুলবে। ভবিষ্যতেও বিক্রয়-এর এরকম আয়োজনের সাথে থাকার জন্য আমাদের প্রচেষ্টা থাকবে।’

 

সিটি ‍নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

অর্থ ও বাণিজ্য সম্পর্কিত আরও

আর্কাইভ