প্রকাশিত: জুলাই ৩, ২০২৩, ০৫:৩৪ পিএম
ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে ৫৫ টন কাঁচা মরিচ দেশে আসার খবর জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূঁইয়া সাংবাদিকদের জানিয়েছেন, বিকাল ৫টা পর্যন্ত সময়ে এই মরিচ দেশে প্রবেশ করেছে। রাতে আরও আসবে।
কামরুল বলেন, ‘এখন পর্যন্ত ৩৬ হাজার ৮৩০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেয়া হয়েছে। এর মধ্যে দেশে এসেছে মোট ৯৩ টন। আর ৯ লাখ ১৮ হাজার ৫০০ টন পেঁয়াজ আমদানির বিপরীতে দেশে এসেছে এক লাখ ৩৮ হাজার ৫০০ টন।’
এদিকে, আমদানি শুরুর পর থেকেই দেশের বাজারে কমতে শুরু করেছে কাঁচা মরিচের দাম। দেশের বিভিন্ন জেলায় বিক্রি হচ্ছে ২শ থেকে সাড়ে তিনশ টাকা কেজি দরে। শনিবারও রাজধানীসহ দেশের জেলায় বাজার ভেদে কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৬০০ থেকে ১২০০ টাকা প্রতি কেজি দরে। অর্থাৎ একদিনের ব্যবধানেই মরিচের দাম হয়েছে অর্ধেক।
বিক্রেতারা বলছেন, সরবরাহ বাড়লেও এখনও কাঁচা মরিচের পরিমাণ পর্যাপ্ত নয়।
রোববার সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে ৬ ট্রাক কাচা মরিচ দেশে আসে। মঙ্গলবার থেকে বেনাপোল, সোনামসজিদ, হিলি স্থলবন্দর দিয়েও ভারতীয় কাচামরিচ আমদানি শুরু হতে পারে।
জেকেএস/