• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নতুন রেকর্ড গড়ল অ্যাপল

প্রকাশিত: জুলাই ২, ২০২৩, ০১:০৯ এএম

নতুন রেকর্ড গড়ল অ্যাপল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নতুন রেকর্ড গড়ে পুঁজিবাজারে অ্যাপলের বাজারমূল্য ছাড়াল ৩ ট্রিলিয়ন ডলার। এর আগে এত বড় বাজারমূল্যের কোনো প্রতিষ্ঠান পুঁজিবাজারে দেখা যায়নি।

বিগ টেকের বাজারে ট্রিলিয়ন ডলার বাজারমূল্য হওয়া নতুন কিছু না। এর আগে অ্যালফাবেট, অ্যামাজন, মাইক্রোসফট ও এনভিডিয়ার মতো কোম্পানিগুলোর বাজারমূল্য ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছিল।

তবে শুক্রবার (৩০ জুন) অ্যাপল ও টেক বাজারের জন্য ছিল ঐতিহাসিক দিন। গতকাল অ্যাপলের প্রতিটি শেয়ারের দাম ২ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৯৩ দশমিক ৯৭ ডলারে। দাম বাড়ায় ১৫ দশমিক ৭ বিলিয়ন শেয়ারধারী অ্যাপলের বাজারমূল্য পৌঁছে গেছে রেকর্ড উচ্চতায়।

গত বছর জানুয়ারির ৩ তারিখে একদিনের লেনদেনে অ্যাপলের শেয়ারের মোট মূল্য ৩ ট্রিলিয়ন ডলার স্পর্শ করলেও দিনের শেষে দাম আবার পরে যায়। তবে এবার প্রযুক্তি হাউজের পুঁজিবাজার নামে খ্যাত নাসডাকে অ্যাপলের মূল্যবৃদ্ধি ও এর স্থিতিশীলতা রেকর্ড ভেঙেছে বিগত ৪০ বছরের।

পর পর তিন দিন শেয়ারের দাম বেড়ে বৃহস্পতিবার (২৯ জুন) অ্যাপলের প্রতিটি শেয়ারের বাজারমূল্য দাঁড়িয়েছিল ১৯০ দশমিক ৭৩ ডলার। শুক্রবার সবকিছু ঠিক থাকলে অ্যাপল ৩ ট্রিলিয়ন ডলারের নতুন রেকর্ড গড়তে যাচ্ছে এ কথা ছিল সহজে অনুমেয়।

অ্যাপলের শ্রীবৃদ্ধির মূল কারণ হিসেবে টেক বিশ্লেষকরা বলছেন, আগামী বছর অ্যাপল তাদের প্রথম থ্রিডি ক্যামেরা ভিশন প্রো বাজারে আনতে যাচ্ছে। চলতি মাসের শুরুতে ভিশন প্রো উদ্বোধনের আগেই টেক বিশ্লেষকদের নজর কেড়েছে ডিভাইসটি। ডিভাইসটির দাম ধরা হয়েছে সাড়ে তিন হাজার ডলার। ডিভাইসটি অ্যাপলে এক নতুন মাত্রা যোগ করবে এমন খবরে দ্রুত বাড়তে থাকে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম।

চলতি বছর এখন পর্যন্ত অ্যাপলের শেয়ারের দাম বেড়েছে ৪৯ শতাংশ। অ্যাপল ছাড়াও এ বছর ব্যাপক হারে দাম বেড়েছে এনভিডিয়া ও মেটার শেয়ারের দাম।

 

জেকেএস/

অর্থ ও বাণিজ্য সম্পর্কিত আরও

আর্কাইভ