• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

তরুণদের চাকরির পিছে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ বাণিজ্যমন্ত্রীর

প্রকাশিত: জুন ২৪, ২০২৩, ০৩:২০ এএম

তরুণদের চাকরির পিছে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ বাণিজ্যমন্ত্রীর

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তরুণদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

শুক্রবার (২৩ জুন) রাজধানীর উত্তরা ক্লাবে অর্জন উদ্যোক্তা গ্রুপের বর্ষপূর্তি উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ পরামর্শ দেন তিনি।

মন্ত্রী বলেন, তরুণদের চাকরির পিছে না ছুটে উদ্যোক্তা হতে হবে। উদ্যোক্তা হতে চ্যালেঞ্জ নিতে কষ্ট হবে; তবে সফলতা আসতে বাধ্য।

তিনি আরও বলেন, নারীদের পেছনে ফেলে দেশ এগিয়ে নেয়া সম্ভব না। তাই নারীদের এগিয়ে যাওয়ার পথ যাতে সহজ হয়; সে ব্যাপারে সরকার নানা উদ্যোগ নিয়েছে। যেকোনো উদ্যোগ শুরুর ক্ষেত্রে বাধা আসবে; তবে সেটির চ্যালেঞ্জ নিতে হবে।

সবাই মিলে দেশকে এগিয়ে নিতে হবে জানিয়ে টিপু মুনশি বলেন, পাকিস্তানের চেয়ে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে এগিয়ে গেছে বাংলাদেশের অর্থনীতি। তবে দেশটা সবার, সবাই মিলে এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আখতার হোসেন, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ বি মোল্লা, অর্জন গ্রুপের চেয়ারম্যান নাজনিন আক্তার প্রমুখ।

 

জেকেএস/

অর্থ ও বাণিজ্য সম্পর্কিত আরও

আর্কাইভ