• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আর্থিক প্রতিষ্ঠানে ঈদের ছুটি কয়দিন, জানা গেল

প্রকাশিত: জুন ২২, ২০২৩, ১০:৪০ পিএম

আর্থিক প্রতিষ্ঠানে ঈদের ছুটি কয়দিন, জানা গেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৭ জুন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এদিনের পাশাপাশি আগামী ২৮, ২৯ ও ৩০ জুন অর্থাৎ মোট ৪ দিন দেশের সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২২ জুন) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

 


এতে বলা হয়েছে, আগামী ২৭ জুন সাধারণ ছুটি ঘোষিত হওয়ায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৭, ২৮, ২৯ ও ৩০ জুন (মোট ৪ দিন) বাংলাদেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৯ (ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ দেয়া হয়েছে বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।


এডিএস/

অর্থ ও বাণিজ্য সম্পর্কিত আরও

আর্কাইভ