• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
কামরুল ইসলাম বলেছেন

বাজেট গণমুখী ও উন্নয়ন সহায়ক

প্রকাশিত: জুন ৩, ২০২৩, ১২:৩৪ এএম

বাজেট গণমুখী ও উন্নয়ন সহায়ক

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাজেটকে উন্নয়ন সহায়ক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শুক্রবার (২ জুন) রাজধানীর তেজগাঁওয়ে নবনির্মিত ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।

কার্যালয় পরিদর্শন শেষে কামরুল ইসলাম বলেন, এবারের বাজেট গণমুখী ও উন্নয়ন সহায়ক। এই বাজেটের মাধ্যমে বাংলাদেশ স্মার্ট হওয়ার পথে এগোলো।  

আওয়ামী লীগের এ সিনিয়র নেতা আরও বলেন, সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে। অন্যপথে হেঁটে লাভ নেই।

এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, বিদ্যুতের জন্য ভোগান্তি পোহাতে হচ্ছে। এটি আন্তর্জাতিক সমস্যা। তবে কয়েকদিনের মধ্যে লোডশেডিং পরিস্থিতি স্বাভাবিক হবে।

দ্রুতই পায়রা বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসছে জানিয়ে তিনি আরও বলেন, আগামী ১০ দিনের মধ্যে পায়রা বিদ্যুৎকেন্দ্র চালু হবে। এতে জাতীয় গ্রিডে সরবরাহ বাড়বে। কমবে ভোগান্তি। 

 

জেকেএস/

অর্থ ও বাণিজ্য সম্পর্কিত আরও

আর্কাইভ