• ঢাকা বৃহস্পতিবার
    ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

শিগগিরই লোডশেডিং পরিস্থিতি স্বাভাবিক হবে: সালমান এফ রহমান

প্রকাশিত: জুন ৩, ২০২৩, ১২:২৯ এএম

শিগগিরই লোডশেডিং পরিস্থিতি স্বাভাবিক হবে: সালমান এফ রহমান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তাপপ্রবাহের পাশাপাশি বিদ্যুতের আসা-যাওয়ার মধ্যে বেড়েছে জনভোগান্তি। গত কয়েকদিনে ঘন ঘন লোডশেডিংয়ে নগর থেকে গ্রাম সবখানেই প্রভাব পড়েছে। তবে শিগগিরই এ অবস্থার উন্নতি হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

শুক্রবার (২ জুন) রাজধানীর তেজগাঁওয়ে নবনির্মিত ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।

তিনি বলেন, বিদ্যুতের জন্য ভোগান্তি পোহাতে হচ্ছে। এটি আন্তর্জাতিক সমস্যা। তবে কয়েকদিনের মধ্যে লোডশেডিং পরিস্থিতি স্বাভাবিক হবে।

দ্রুতই পায়রা বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসছে জানিয়ে তিনি আরও বলেন, আগামী ১০ দিনের মধ্যে পায়রা বিদ্যুৎকেন্দ্র চালু হবে। এতে জাতীয় গ্রিডে সরবরাহ বাড়বে। কমবে ভোগান্তি।

 

জেকেএস/ 

আর্কাইভ