প্রকাশিত: জুন ১, ২০২৩, ১১:৩২ পিএম
দেশীয় কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান বর্তমানে লিফট উৎপাদন করছে। তাদের আরও উৎসাহিত করতে আসন্ন ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আমদানি করা লিফট, স্কিপ হয়েস্টস ও এস্কেলেটরের শুল্ক বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট প্রস্তাবনায় এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
প্রস্তাবিত বাজেটে লিফট ও স্কিপ হয়েস্টস আমদানিতে বর্তমানে প্রযোজ্য শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছেন তিনি। স্থানীয় শিল্প উদ্যোক্তাদের উৎসাহিত করতে এ প্রস্তাব দেয়া হয়েছে বলেও জানান তিনি।
এর আগে দুপুর ৩টায় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাজেট বক্তৃতা শুরু করেন অর্থমন্ত্রী।
২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হচ্ছে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। বিশাল এ বাজেটের মোট ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।
এডিএস/