• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

টিআইএন থাকলেই দিতে হবে কর

প্রকাশিত: জুন ১, ২০২৩, ১০:৫৪ পিএম

টিআইএন থাকলেই দিতে হবে কর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আয়সীমা করমুক্ত হলেও ন্যূনতম কর ২ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে। এই প্রস্তাব পাস হলে করমুক্ত সীমার নিচে আয় রয়েছে অথচ সরকার থেকে সেবাগ্রহণের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা আছে এমন সব করদাতাদেরও কর দিতে হবে। অর্থাৎ, ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) থাকলেই ন্যূনতম কর দিতে হবে।

বৃহস্পতিবার (১ জুন) প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হওয়ার পর অর্থমন্ত্রী বাজেট উপস্থাপন করেন।

দেশের ইতিহাসে বিশাল এ প্রস্তাবিত বাজেটের ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা, যা চলতি অর্থবছর ২ লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা।

প্রস্তাবিত বাজেটে সরকার ৫ লাখ কোটি টাকা রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যা গত অর্থবছরের তুলনায় প্রায় ৬৭ হাজার কোটি টাকা বেশি।

 
তাই ২০২৩-২৪ অর্থবছরে করমুক্ত আয়ের সীমা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। গত ৩ বছর করমুক্ত আয়সীমা অপরিবর্তিত থাকলেও এবারের বাজেটে এ সীমা ৫০ হাজার টাকা বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

সাধারণ করদাতাদের ক্ষেত্রে, মূল্যস্ফীতির কারণে করদাতাদের বিষয় বিবেচনায় করমুক্ত আয়করসীমা ৩ লাখ টাকা থেকে ৫০ হাজার টাকা বাড়িয়ে সাড়ে ৩ লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

নতুন প্রস্তাবিত বাজেট অনুযায়ী, আয়ের প্রথম সাড়ে ৩ লাখ টাকার ওপর কোনো কর দিতে হবে না। পরবর্তী ১ লাখ টাকার ওপর ৫ শতাংশ, পরবর্তী ৩ লাখ টাকায় ১০ শতাংশ, পরবর্তী ৪ লাখ টাকায় ১৫ শতাংশ, পরবর্তী ৫ লাখ টাকার ওপর ২০ শতাংশ কর দিতে হবে। আর আয় এর বেশি হলে বাকি আয়ের ওপর ২৫ শতাংশ হারে আয়কর দিতে হবে।


এডিএস/

অর্থ ও বাণিজ্য সম্পর্কিত আরও

আর্কাইভ