প্রকাশিত: জুন ১, ২০২৩, ১০:৫০ পিএম
উত্থাপিত হলো ২০২৩-২৪ অর্থবছরের বাজেট। নতুন অর্থবছরের বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ বেড়েছে ১৮ হাজার ৯৬৭ কোটি টাকা।
বৃহস্পতিবার (১ জুন) উত্থাপিত বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ অর্থের পরিমাণ ১ লাখ ৪ হাজার ১৩৭ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছরে এ খাতে বরাদ্দের পরিমাণ ছিল ৯৯ হাজার ৯৭৮ কোটি টাকা যা পরবর্তীতে সংশোধন করে কমিয়ে ৮৫ হাজার ১৭০ কোটি টাকা করা হয়।
শিক্ষা ও প্রযুক্তি খাতের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বরাদ্দ দেয়া হয়েছে ৩৪ হাজার ৭২২ কোটি টাকা, যা চলতি অর্থবছরে ছিল ২৭ হাজার ৭০৩ কোটি টাকা। এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৪২ হাজার ৮৩৮ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছরে এর পরিমাণ ছিল ৩৩ হাজার ৬৫৩ কোটি টাকা।
এর বাইরে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ১০ হাজার ৬০২ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। চলতি অর্থবছরে এ বরাদ্দের পরিমাণ ছিল ৯ হাজার ১৫১ কোটি টাকা।
এডিএস/