• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

দক্ষিণ আমেরিকায় বাণিজ্যের জন্য ডলারের বিকল্প মুদ্রা চালুর প্রস্তাব লুলার

প্রকাশিত: মে ৩১, ২০২৩, ০৫:৫৬ পিএম

দক্ষিণ আমেরিকায় বাণিজ্যের জন্য ডলারের বিকল্প মুদ্রা চালুর প্রস্তাব লুলার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দক্ষিণ আমেরিকায় বাণিজ্যের জন্য একটি নতুন মুদ্রা চালুর প্রস্তাব দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা।

নাম না করে ডলার বন্ধের কথা বলেছেন লুলা। তিনি বলেছেন,  দক্ষিণ আমেরিকার ভেতরে বাণিজ্যের ক্ষেত্রে আমাদের বিদেশি কারেন্সির ওপর নির্ভর করতে হয়। তার বদলে আমরা নিজেদের একটি কারেন্সি তৈরি করতে পারি।  
নতুন এই মুদ্রা কীভাবে তৈরি করা যায় তা দেখতে বিভিন্ন দেশের ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

লাতিন আমেরিকার ১২টি দেশ নিয়ে আয়োজিত সম্মেলনে এ প্রস্তাব দেন লুলা।

ব্রাজিলের এই সম্মেলনকে বামপন্থি জোটের বৈঠক হিসেবে মনে করছেন অনেকে।

লুলার নেতৃত্বে লাতিন আমেরিকায় বামপন্থি ব্লক শক্তিশালী হলে বিশ্ব রাজনীতির অংক ফের নতুন পথে আবর্তিত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। 

 

জেকেএস/

অর্থ ও বাণিজ্য সম্পর্কিত আরও

আর্কাইভ