প্রকাশিত: মে ২৭, ২০২৩, ১০:৫৬ পিএম
বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ১ কোটি টাকা সহায়তা দিয়েছে ব্যসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেড৪ারেশন (এফবিসিসিআই)।
শনিবার (২৭) দুপুরে রাজধানীর মতিঝিলে সংগঠনটির সভাকক্ষে ব্যবসায়ীদের কাছে এই অর্থের চেক হস্তান্তর করা হয়।
চলতি বছরের ৪ এপ্রিল ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় বঙ্গবাজারের অন্তত সাড়ে চার হাজার দোকান। এর মধ্যে পেরিয়ে গেছে দেড় মাসের বেশি সময়। ঘুরে দাঁড়াতে প্রতিনিয়ত যুদ্ধ করছেন ক্ষতিগ্রস্তরা। এর আগে নিঃস্ব ব্যবসায়ীদের ১ কোটি ৪২ লাখ টাকা করে সহায়তা করেছিল ব্যবসায়ীদের সংগঠন এমসিসিআই। এছাড়াও ভোক্তা অধিকারসহ বিভিন্ন সংস্থা, সংগঠন ও ব্যক্তি পাশে দাঁড়ান ক্ষতিগ্রস্তদের।
এবার ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো এফবিসিসিআই। শনিবার পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশ দোকান মালিক সমিতিকে ১ কোটি টাকার চেক তুলে দেয় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটি। এ সময় দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।
এডিএস/