• ঢাকা সোমবার
    ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা শেষ রাউন্ডের কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু করেছে

প্রকাশিত: মে ২৬, ২০২৩, ০৩:০৩ এএম

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা শেষ রাউন্ডের কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু করেছে

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি বছরের মার্চে ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিল ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। বুধবার (২৪ মে) সেই গণছাঁটাই প্রক্রিয়ার তৃতীয় ও চূড়ান্ত রাউন্ড শুরু করেছে প্রতিষ্ঠানটি।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা।

মার্কেটিং, সাইট সিকিউরিটি, এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ারিং, প্রোগ্রাম ম্যানেজমেন্ট, কন্টেন্ট স্ট্র্যাটেজি এবং করপোরেট কমিউনিকেশনের মতো বিভাগে কর্মরত কয়েক ডজন কর্মী বুধবার পেশাজীবীদের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে তাদের চাকরিচ্যুত হওয়ার খবর জানিয়েছে।

এর পাশাপাশি প্রাইভেসি ও ইন্ট্রিগ্রেটি বিভাগের বেশকিছু কর্মীও চাকরি খুঁইয়েছেন বলে লিংকডইনের পোস্টগুলো থেকে জানা গেছে।

এর আগে চড়া মূল্যস্ফীতি ও বিজ্ঞাপন কমায় গত বছরের শেষে দিকে ১১ হাজারের বেশি কর্মীকে চাকরিচ্যুত করেছিল মেটা। পরে এই বছরের মার্চে প্রথম বড় টেক জায়ান্ট হিসেবে দ্বিতীয় রাউন্ডে ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ।

তার এ ঘোষণার পরে দুই ভাগে বাস্তবায়িত হয়। প্রথমে এপ্রিলে মাসে প্রায় ৪ হাজার কর্মীকে চাকরিচ্যুত করা হয়। আর পরে বুধবার থেকে বাকিদের ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে।

তবে এরপরেও স্বল্প পরিসরে কিছু কর্মী ছাঁটাই প্রক্রিয়া চলতে পারে, এমনটাই আভাস দিয়ে রেখেছেন মার্ক জাকারবার্গ।

 

জেকেএস/

আর্কাইভ