প্রকাশিত: মে ২১, ২০২৩, ০৭:০৪ পিএম
আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দাম না কমলে, ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।
রোববার (২১ মে) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘আমরা মাঠ থেকে তথ্য পাচ্ছি যে, পর্যাপ্ত পেঁয়াজ মজুত আছে। তবুও দাম বেশি।’
বাজারে এখন পেঁয়াজের দাম ৮০ টাকা কেজি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘পেঁয়াজের দাম ৪৫ টাকার (প্রতি কেজি) বেশি হওয়া উচিত না।’
ফলে, দুই থেকে তিন দিনের মধ্যে দাম না কমলে ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হবে বলে জানান কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।
বিস্তারিত আসছে...
জেকেএস/