প্রকাশিত: মে ২০, ২০২৩, ০১:১৭ এএম
মহেশখালীর মাতারবাড়ি বন্দরে মাত্র ২৪ দিনের ব্যবধানে ভিড়ল কয়লাবাহী বিশাল আকৃতির দ্বিতীয় মাদারভ্যাসেল। শুক্রবার সকালে চট্টগ্রাম বন্দরের পাইলটরা দক্ষতার সঙ্গে গভীর সাগর থেকে জাহাজটিকে বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে এনে ভিড়িয়েছেন। এ নিয়ে এক মাসে দেশে এলো বিদ্যুৎকেন্দ্রের দেড় লাখ মেট্রিক টন কয়লা।
শুক্রবার (১৯ মে) মাতারবাড়ি বন্দরের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জেটিতে এসে পৌঁছায় হংকংয়ের পতাকাবাহী জাহাজ এমভি ওয়াই এম ইন্ডেভোয়ার।
এক মাসের মধ্যে মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের জন্য দুইটি মাদারভ্যাসেলে করে দেশে এসেছে অন্তত দেড় লাখ মেট্রিক টন কয়লা। আজ সকালে বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে বন্দরে এসে ভিড়েছে এমভি ওয়াই এম ইন্ডেভোয়ার নামে জাহাজটি। আধ ঘণ্টার কম সময়ে সতর্কতার সঙ্গে জেটিতে ভেড়ানো হয় ২২৯ মিটার দীর্ঘ ও সাড়ে ১২ মিটার গভীরতার এ জাহাজকে।
মহেশখালী মাতারবাড়ি বন্দরের অবস্থান গভীর সাগরে। আর চ্যানেলে অপরিচিত হওয়ার কারণে মাতারবাড়ি বন্দরের উদ্দেশ্যে আসা জাহাজগুলোকে বিদেশি ক্যাপ্টেনরা অনেকটা দূরে অবস্থান নিয়ে রাখে। পরবর্তীতে চট্টগ্রাম বন্দরের পাইলটরা সেই জাহাজকে পাইলটিং করে বন্দরের জেটিতে নিয়ে আসেন।
এডিএস/