প্রকাশিত: মে ১৭, ২০২৩, ১০:৫৬ পিএম
২৩টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের পরামর্শক ব্যয় ১১ কোটি ১৩ লাখ ৮৯ হাজার ২৫৬ টাকা বাড়ানো হয়েছে। স্থানীয় সরকার বিভাগের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর এ প্রকল্প বাস্তবায়ন করছে।
বুধবার (১৭ মে) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের ২৩টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন (১ম সংশোধিত)’ প্রকল্পে পরামর্শক ব্যয় বাড়ানো হয়েছে। প্রকল্পগুলোতে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োজিত রানহিল, ফাযহাত এবং ডিডিসি-কে ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ১১ কোটি ১৩ লাখ ৮৯ হাজার ২৫৬ টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।
এডিএস/