প্রকাশিত: মে ১১, ২০২৩, ১২:৪৪ এএম
দেশের প্রধান পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার একটি বাদে কমেছে সব সূচকের মান। আর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) একটি বাদে বেড়েছে সব সূচকের মান। এ ছাড়া ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে।
বুধবার (১০ মে) পুঁজিবাজারে সপ্তাহের চতুর্থ কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।
সিএসইর বাজার বিশ্লেষণ দেখা যায়, বুধবার সিএসইতে ২২ কোটি ৫০ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৬ কোটি ৪১ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ৬ কোটি ৯ লাখ টাকা।
এদিন সিএসইতে কমেছে সিএসআই, সিএসই-৫০, সিএসই-৩০ ও প্রধান সূচক সিএএসপিআই সূচক। তবে বেড়েছে সিএসসিএক্স সূচকের মান। বুধবার প্রধান সূচক সিএএসপিআই ১ দশমিক ০৫ পয়েন্ট ও সিএসআই সূচক শূন্য দশমিক ৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫০৩ দশমিক ০৮ পয়েন্টে ও ১ হাজার ১৭১ দশমিক ৪৭ পয়েন্টে।
এ ছাড়া সিএসই-৩০ সূচক ২৬ দশমিক ৭৫ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক ১ দশমিক ৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩ হাজার ৪৬১ দশমিক ৭২ পয়েন্টে ও ১ হাজার ৩১৯ দশমিক ০০৮ পয়েন্টে। আর সিএসসিএক্স সূচক শূন্য দশমিক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ০৮১ দশমিক ২৯ পয়েন্টে।
সিএসইতে ২২০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬২টির, কমেছে ৪৪টি ও অপরিবর্তিত রয়েছে ১১৪টি কোম্পানির শেয়ার দর।
অন্যদিকে ডিএসইতে বুধবার কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ৭২১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৩১ কোটি ২৭ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ১০৯ কোটি ৪৯ লাখ টাকা।
জেকেএস/