প্রকাশিত: মে ৮, ২০২৩, ০৮:৩০ পিএম
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র পেট্রাপোল বন্দর পরিদর্শন এবং পেট্রাপোল থানার নতুন ভবনের উদ্বোধন উপলক্ষে নিরাপত্তাজনিত কারণে ৮ ও ৯ মে অর্থাৎ দুই দিন বেনাপোল বন্দরের সঙ্গে পেট্রাপোল বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকছে।
সোমবার (৮ মে) সিটি নিউজ ঢাকাকে এ তথ্য নিশ্চিত করেছেন বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান।
তিনি জানান, ভারতের পেট্রাপোল কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে যে আগামী ৯ মে পেট্রাপোল বন্দর ও চেকপোস্ট পরিদর্শন করবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ সময় তিনি পেট্রাপোল থানার ভবন উদ্বোধন করবেন। এতে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে পেট্রাপোল বন্দর ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে পণ্য পরিবহন বন্ধ রাখা হয়েছে।
আগামী ১০ মে অর্থাৎ বুধবার থেকে পুনরায় বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম চালু হবে বলেও জানিয়েছেন সাজেদুর রহমান।
এডিএস/