প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৩, ১০:১৫ পিএম
তৃতীয় চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য এক্সপো আজ (সোমবার) হাইনান প্রদেশের হাইখৌ শহরে শুরু হয়েছে। তাতে ৬৫টি দেশ ও অঞ্চলের ৪০০০টিরও বেশি পণ্য প্রদর্শিত হচ্ছে।
মহামারি প্রতিরোধ নীতি শিথিল হওয়ার পর চীনে আয়োজিত প্রথম বড় আন্তর্জাতিক প্রদর্শনী এটি। বিশ্বের অনেক বড় বড় প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে। যুক্তরাষ্ট্রের একটি ফ্যাশন কনজিউমার ব্র্যান্ডের চীন অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট বলেন, ভোগ্যপণ্য এক্সপো বিদেশি পণ্য চীনা বাজারে প্রবেশ ও ব্যবসার সুযোগ করে দেয়। এ কারণে অনেক ব্যান্ড ও কোম্পানি ভোগ্যপণ্য এক্সপোতে অংশ নেয়।
এবারের প্রদর্শনীর পরিধি আগেরবারের চেয়ে এক্সপোর চেয়ে ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এবারের এক্সপো প্রদর্শক ও ক্রেতাদের মিলের ওপর আরও বেশি গুরুত্ব দেবে। বিভিন্ন চ্যানেলের মাধ্যমে সুনির্দিষ্ট আমন্ত্রণের মাধ্যমে অনেক দেশি-বিদেশি ক্রেতা এক্সপোতে আসবে।
এডিএস/