• ঢাকা বৃহস্পতিবার
    ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

মুরগির দাম কমলেও বাজারে ক্রেতা নেই

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৩, ০৫:৩৪ পিএম

মুরগির দাম কমলেও বাজারে ক্রেতা নেই

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কারওয়ান বাজারে দাম কমেছে ব্রয়লার মুরগির। তবুও দেখা মিলছে না ক্রেতার। শুক্রবার (৭ এপ্রিল) ছুটির দিন কারওয়ান বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দাম কমে দুইশত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ব্রয়লার, ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে সোনালী মুরগি।

তারা জানিয়েছেন, গত ৫-৬ দিন হলো মুরগির দাম কমছে। দাম কমলেও ক্রেতা সংকটের কারণে বিক্রিও কমেছে। ঈদ কেনাকাটার কারণে কাচাবাজারে ক্রেতা কমেছে বলে মনে করেন ব্যবসায়ীরা।

এদিকে মাছের বাজারেও অন্যদিনের তুলনায় দাম কেজিতে কমেছে ২০-৩০ টাকা। মুদি বাজারে আগের দামেই বিক্রি হচ্ছে বেশিরভাগ পণ্য। তবে শনিবার থেকে নতুন দামে চিনির সরবরাহ নিয়ে শঙ্কা রয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

 

জেকেএস/

আর্কাইভ