• ঢাকা শুক্রবার
    ০৩ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩১

রেমিট্যান্সের পালে হাওয়া ঈদের আগেই

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৩, ০১:৩৮ এএম

রেমিট্যান্সের পালে হাওয়া ঈদের আগেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদের আগে প্রতি বছরই প্রবাসীদের পাঠানো আয় বা রেমিট্যান্স বেড়ে যায়। প্রয়োজনীয় কেনাকাটার সঙ্গে দান-সদকা, জাকাত বিতরণসহ পরিবার-পরিজনের বাড়তি ব্যয় থাকে। এরই ধারাবাহিকতায় সদ্যসমাপ্ত মার্চে প্রবাসীরা ২০১ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।


দেশীয় মুদ্রায় প্রতি ডলার ১০৭ টাকা হিসেবে পাঠানো রেমিট্যান্স প্রায় ২১ হাজার ৫৮৯ কোটি টাকা। এটি গত সাত মাসের মধ্যে সর্বোচ্চ। সর্বশেষ গত বছরের আগস্টে ২০৩ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছিল। রোববার (২ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মার্চ মাসে বৈধপথে ২০১ কোটি ৭৭ লাখ ডলার রে‌মিট্যান্স এসেছে। রেমিট্যান্সের এই পরিমাণ আগের মাসের চেয়ে ৪৫ কোটি ৭২ লাখ ডলার বেশি। 

ফেব্রুয়ারিতে এসেছিল ১৫৬ কোটি ১২ লাখ ডলার। মার্চে রাষ্ট্রীয় ব্যাংকগুলোর মাধ্যমে রে‌মিট্যান্স এসেছে ২৩ কোটি ৪৬ লাখ ডলার। বিশেষায়িত ব্যাংকে ৪ কোটি ৫০ লাখ ৬০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকে ১৭৩ কোটি ১৫ লাখ ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার। 

প্রসঙ্গত, কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে রেমিট্যান্স বাড়াতে নানা উদ্যোগ নেয়া হচ্ছে। বৈধপথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করার পাশাপাশি রেমিট্যান্স আয় আনতে ফরম সি পূরণ করার শর্ত শিথিল করেছে। পাশাপাশি সেবা খাতের উদ্যোক্তা ও রফতানিকারকদের ঘোষণা ছাড়াই ২০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে আনার সুযোগ দেয়া হয়েছে।

 

এএল/

অর্থ ও বাণিজ্য সম্পর্কিত আরও

আর্কাইভ