• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ভোক্তা অধিকারের অভিযান দেখে পালাল মুরগি ব্যবসায়ীরা

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৩, ০৪:০৮ এএম

ভোক্তা অধিকারের অভিযান দেখে পালাল মুরগি ব্যবসায়ীরা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এবার অনুমোদন না থাকা, নোংরা পরিবেশ, বেশি দামে বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় নড়াইলে ৯ প্রতিষ্ঠানকে ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এদিকে, অভিযানের খবর পেয়ে বিভিন্ন বাজার দোকান বন্ধ করে ব্যবসায়ীরা পালিয়ে যান।

আজ শুক্রবার ৩১ মার্চ সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের পুরাতন বাস টার্মিনাল, রূপগঞ্জ ও সদর উপজেলার গোবরা বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

জানা যায়, মুরগি ব্যবসায়ীদের মূল্য তালিকা না থাকায় এবং ব্রয়লার মুরগি ২২০ টাকা ও সোনালি মুরগি ৩৫০ টাকায় বিক্রির দায়ে জরিমানা করা হয়। এ ছাড়া মূল্য তালিকা না থাকায় মুদি ও কাপড়ের দোকানদারকে এবং দধি তৈরিতে বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় মিষ্টির দোকানদারকে জরিমানা করা হয়। সবমিলিয়ে, মোট ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করে আদায় করা হয়।

এদিকে সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক জানান, অভিযানের খবর শুনে কয়েকজন ব্যবসায়ী পালিয়ে গেছেন। উপস্থিত কয়েকজনকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে পুরো রমজান মাসে নজরদারি অব্যাহত থাকবে।

অর্থ ও বাণিজ্য সম্পর্কিত আরও

আর্কাইভ