• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ডাচ-বাংলা ব্যাংকের টাকা লুটের ঘটনায় খুলনায় আটক ৩

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৩, ১২:২১ এএম

ডাচ-বাংলা ব্যাংকের টাকা লুটের ঘটনায় খুলনায় আটক ৩

ছবি: সংগৃহীত

খুলনা প্রতিনিধি

ডিএমপির ডিবি পুলিশ ঢাকায় ডাচ-বাংলা ব্যাংকের টাকা লুটের ঘটনায় খুলনা থেকে ৩ জনকে আটক করেছে। গত রোববার (১২ মার্চ) ভোর থেকে দুপুর দেড়টা পর্যন্ত নগরীর জোড়াগেট এলাকার সিএন্ডবি কলোনিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে বিকাল পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

স্থানীয়রা জানান, খুব সকাল থেকে পুলিশ কলোনীর একটি পুরো ভবন ঘেরাও করে রাখে। পরে ৪র্থ তলায় জাহাঙ্গীরের বাসায় প্রবেশ করে। এই বাসায় গতকালই তার ভগ্নিপতি আর বোন এসেছে।

পুলিশ জানায়, ঢাকার ডিবি পুলিশের একটি টিম সিএন্ডবি কলোনির টুআর-২ নং ভবনের চারতলায় জাহাঙ্গীরের বাসায় অভিযান চালায়। ওই বাসা থেকে জাহাঙ্গীরের ভগ্নিপতি আকাশ এবং অপর ২ নারীকে আটক করে নিয়ে যায়। অভিযানে থাকা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি’র এডিসি মো. রাশেদ জানান, আটক আকাশকে নিয়ে তদন্ত চলছে। তিনি জানান, তদন্তের স্বার্থে বিস্তারিত কিছু বলা যাবে না। অভিযান শেষ হলে বিস্তারিত জানানো হবে।

অর্থ ও বাণিজ্য সম্পর্কিত আরও

আর্কাইভ