• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিদ্যুৎ ও জ্বালানিসহ ৩ খাতে বিনিয়োগে আগ্রহী চীন: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: মার্চ ১১, ২০২৩, ১১:৩২ পিএম

বিদ্যুৎ ও জ্বালানিসহ ৩ খাতে বিনিয়োগে আগ্রহী চীন: বাণিজ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশে বিদ্যুৎ-জালানিসহ তিন খাতে বিনিয়োগে আগ্রহী চীন। তারা বাংলাদেশের ব্যবসায়ীদের আলোচনা করে বিনিয়োগের সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
শনিবার (১১ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) তিন দিনব্যাপী ‘বাংলাদেশ বিজনেস সামিট ২০২৩’ সম্মেলনে প্রথম দিন চীনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই বিজনেস সামিটের আয়োজন করেছে।


বাণিজ্যমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের বড় রপ্তানিকারক দেশের একটি। তারা বলছে, বাংলাদেশে আরও বিনিয়োগ করতে চাই। আমরা বলেছি, তোমাদের জন্য সবকিছু খোলা আছে; তোমরা এসে দেখ, আমাদের এখানে অনেকগুলো আইটেম আছে। যেখানে বিনিয়োগ করলে তোমাদের জন্য (চীনের জন্য) ভালো হবে।
টিপু মুনশি বলেন, গত ৪০ বছর ধরে চীন থেকে আমদানি করছি, এখন চীন বাংলাদেশে বিনিয়োগ করতে পারে। আর এজন্য তাদের বিনিয়োগের আহ্বান জানিয়েছি। এসময় বিদ্যুৎ-জ্বালানি, এগ্রো প্রসেসিং এবং ই-কমার্স খাতে বিনিয়োগ করবে বলে জানিয়েছে চীন। তারা বলেছে, আমরা ব্যবসায়ীদের নিয়ে বাংলাদেশে এসেছি। তারা বাংলাদেশি ব্যবসায়ীদের সাথে আলোচনা করবে। তারপর বিনিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।
উল্লেখ্য, শনিবার (১১ মার্চ) সকালে বাংলাদেশ বিজনেস সামিটের উদ্বোধন করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর থেকে দেশি-বিদেশি নানা খাতের ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের সমন্বয়ে সভা সেমিনার চলছে। আগামী ১৩ মার্চ পর্যন্ত চলবে এই বিজনেস সামিট।


আরিয়ানএস/

অর্থ ও বাণিজ্য সম্পর্কিত আরও

আর্কাইভ