• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

অস্ত্র ঠেকিয়ে ডাচ-বাংলা ব্যাংকের সাড়ে ১১ কোটি টাকা ছিনতাই

প্রকাশিত: মার্চ ৯, ২০২৩, ০৮:৫৩ পিএম

অস্ত্র ঠেকিয়ে ডাচ-বাংলা ব্যাংকের সাড়ে ১১ কোটি টাকা ছিনতাই

ছবিঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর তুরাগ এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে বেসরকারি ডাচ-বাংলা ব্যাংকের টাকাবাহী একটি গাড়িতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দুপুরের ওই ঘটনায় ১১ কোটি টাকা ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

২০০০ এটিএম বুথ বসাচ্ছে ডাচ-বাংলা ব্যাংক

 

একটি সিকিউরিটি কোম্পানির গাড়িতে ১১ কোটি ২৫ লাখ টাকা সাভার ইপিজেডের ডাচ-বাংলা ব্যাংকের বুথে রাখার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। পথে সশস্ত্র অবস্থায় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নেয়।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।

জানা গেছে, একটি সিকিউরিটি কোম্পানির গাড়িতে ১১ কোটি ২৫ লাখ টাকা নিয়ে সাভার ইপিজেডের ডাচ-বাংলা ব্যাংকের বুথে রাখার জন্য যাওয়া হচ্ছিল। পথে সশস্ত্র অবস্থায় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নেয়।

 

সাজেদ/

অর্থ ও বাণিজ্য সম্পর্কিত আরও

আর্কাইভ