• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

আকরিক লোহার বাজারে মিশ্র প্রবণতা

প্রকাশিত: মার্চ ১, ২০২৩, ০৪:১৭ পিএম

আকরিক লোহার বাজারে মিশ্র প্রবণতা

সিটি নিউজ ডেস্ক

আকরিক লোহার বিশ্ববাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দালিয়ান বেঞ্চমার্কে মূল্য কমেছে। তবে সিঙ্গাপুর এক্সচেঞ্জে দাম বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

এতে বলা হয়, বিশ্বে আকরিক লোহার চাহিদা বাড়তে পারে। আবার কমার আশঙ্কাও আছে। ফলে শক্ত ধাতুটির আন্তর্জাতিক বাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে।

এদিন চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি ব্যবসা করা আগামী মে মাসের আকরিক লোহার সরবরাহ চুক্তি মূল্য কমেছে ১ দশমিক ১৭ শতাংশ। প্রতি টনের দাম স্থির হয়েছে ৮৮৫ ইউয়ান বা ১২৭ ডলার ৮১ সেন্টে।

তবে একইদিনে সিঙ্গাপুর এক্সচেঞ্জ বেঞ্চমার্কে সবচেয়ে সক্রিয় আকরিক লোহার আগামী মার্চ মাসের দর বেড়েছে শূন্য দশমিক ৮৩ শতাংশ। টনপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ১২৩ ডলার ৭৫ সেন্টে।

মাইস্টিল কনসাল্টেন্সি ফার্মের বিশ্লেষক ইয়ু ছেন বলেন, বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদক চীন। আর দেশটির তাংশান শহরে তা সবচেয়ে বেশি উৎপাদিত হয়। তবে সেখানে উৎপাদন হ্রাস পেয়েছে। এ নিয়ে বাজার শঙ্কায় ছিল। তাই লৌহ আকরিকের দরপতন ঘটেছে।

আগামী ৫ মার্চ চীনের বার্ষিক সংসদ অধিবেশন বসবে। সেখানে আকরিক লোহার দাম নিয়ন্ত্রণ নিয়ে সিদ্ধান্ত আসতে পারে। বাজারে এরও নেতিবাচক প্রভাব পড়েছে।

তবে সাংহাই ভিত্তিক এফআইএসের জ্যেষ্ঠ বিশ্লেষক পেই হাও বলেন,  লৌহ আকরিকের মৌলিক বিষয়গুলো এই মুহূর্তের জন্য সহায়ক। কারণ দৈনিক কঠিন ধাতুর উৎপাদন বাড়ছে।

ক্রেতাদের উদ্দেশে লেখা এক নোটে হুয়াতাই ফিউচার্সের বিশ্লেষকরা বলেন, বিশ্ববাজারে আকরিক লোহার সরবরাহ আঁটসাঁট আছে। তবে চাহিদা মোটামুটি ভালো রয়েছে। কিন্তু নীতি গ্রহণ অনিশ্চয়তার কারণে দামে অস্থিরতা সৃষ্টি হতে পারে।

আর্কাইভ