• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
২৭ মার্চ প্রতিবেদন দাখিলের নির্দেশ

আলেশা মার্ট চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৩, ০৯:১৬ পিএম

আলেশা মার্ট চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সম্প্রতি সমন জারির পরও মঞ্জুর আলম শিকদার আদালতে উপস্থিত না হওয়ায় পরোয়ানা জারির এ আদেশ দিয়েছে আদালত। চেক প্রতারণার এক মামলায় ই-কমার্স কোম্পানি আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। 
সমন জারির পরও মঞ্জুর আলম শিকদার আদালতে উপস্থিত না হওয়ায় ঢাকার মহানগর হাকিম সৈয়দ মোস্তফা রেজা নূর সম্প্রতি পরোয়ানা জারির এ আদেশ দেন।


মঞ্জুর আলম শিকদারকে গ্রেপ্তার করা গেল কিনা, তা জানাতে আগামী ২৭ মার্চ প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত।
এ মামলার বাদী পক্ষের আইনজীবী মিয়া হোসেন বলেন, তোফাজ্জল হোসেন নামক একজন বেসরকারি চাকরিজীবী আলেশা মার্ট থেকে একটি মোটরসাইকেল কেনেন। টাকা দিয়েও যথাসময়ে মোটরসাইকেল বুঝে না পেয়ে তিনি যোগাযোগ করেন। তখন তাকে এক লাখ ৬৩ হাজার টাকার একটি চেক দেওয়া হয়।
কিন্তু আলেশা মার্টের ব্যাংকের নির্দিষ্ট তারিখে পর্যাপ্ত টাকা না থাকায় সেই চেক প্রত্যাখ্যাত হয়। বাদী তখন আসামিকে উনিক নোটিস দিয়ে মোটরসাইকেল অথবা টাকা ফেরত দিতে বলেন। তারপরও টাকা না পেয়ে গত বছরের ২২ অগাস্ট আদালতে মামলা করেন ওই ক্রেতো।
মামলা নিয়ে আদালত তখন আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদারের বিরুদ্ধে সমন জারি করে। ২৫ জানুয়ারি তাকে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু সে অনুযায়ী তিনি আদালতে হাজির না হওয়ায় এবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আদালত।

 

আরিয়ানএস/

অর্থ ও বাণিজ্য সম্পর্কিত আরও

আর্কাইভ