• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মোটরসাইকেলের সিটের নিচে ২ কেজি স্বর্ণ!

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৩, ০৯:৪৩ পিএম

মোটরসাইকেলের সিটের নিচে ২ কেজি স্বর্ণ!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বাঁকাল ডিসি ইকোপার্কের সামনে থেকে স্বর্ণের চালানটিসহ ওই যুবককে আটক করা হয়। জব্দ করা স্বর্ণের দাম ১ কোটি ৫৩ লাখ টাকা।


আটক যুবকের নাম মিঠু। তিনি সদর উপজেলার থানাঘাটা গ্রামের শওকত আলীর ছেলে।


সদর থানা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান এ তথ্য নিশ্চিত করেন।


সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ জানান, দুপুর ২টার দিকে গোপন খবর পেয়ে সদর উপজেলার বাঁকাল এলাকায় ডিসি ইকোপার্কের সামনে থেকে চালকসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের ভেতর লুকিয়ে রাখা একটি কালো স্কচটেপের মধ্যে জড়ানো ১৮টি স্বর্ণের বার উদ্ধার করে পুলিশ।


পুলিশের ধারণা, চালক মিঠু ওই স্বর্ণের চালানের ‘পাসিং ম্যান’।


এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।

অর্থ ও বাণিজ্য সম্পর্কিত আরও

আর্কাইভ