প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৩, ০৬:০৯ পিএম
বাংলাদেশের অন্যতম বেসরকারী বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স যাত্রীদের অতিরিক্ত চাহিদার কারনে প্রথমবারের মতো ঢাকা থেকে সিলেটে প্রতিদিন ৬টি ফ্লাইট পরিচালনা করছে।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত যাত্রীদের সময় চাহিদার ভিন্নতার কারনে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে সিলেটে ৬টি ফ্লাইটের সময়সূচী ঘোষণা করেছে। ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে সকাল ৭টা ৩০ মিনিট, ১০টা ৪৫ মিনিট, দুপুর ১টা ৩৫ মিনিট, দুপুর ৩টা, সন্ধ্যা ৭টা ১৫ মিনিট ও রাত ৮টা ৩০ মিনিটে ছেড়ে যাবে। এবং সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে সকাল ৮টা ৫০ মিনিট, দুপুর ১২ টা ০৫ মিনিট, দুপুর ২টা ৫৫ মিনিট, বিকাল ৪টা ২০ মিনিট, রাত ৮টা ৩৫ মিনিট ও রাত ৯টা ৫০ মিনিটে ছেড়ে আসবে।
সিলেটের পর্যটনকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করার উদ্দেশ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স সবসময়ই সময়োপযোগী ফ্লাইটসূচী প্রদান করেছে। ইউএস-বাংলাই প্রথম সিলেটে সান্ধ্যকালীন ফ্লাইট সূচনা করে।
এছাড়া ঢাকা থেকে সিলেটে ডে-রিটার্ণ ফ্লাইট থাকায় যাত্রীদের কাছে ইউএস-বাংলা এয়ারলাইন্স আস্থার প্রতীক হয়ে উঠছে।
টিকেট সংক্রান্ত বিস্তারিত জানতে যোগাযোগ করুন ১৩৬০৫ অথবা ১৭৭৭৭৭৭৮০০-৬।
সাজেদ/