• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

মার্চের প্রথম সপ্তাহে আদানি গোষ্ঠীর বিদ্যুৎ আসবে: নসরুল হামিদ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৩, ০২:০৯ এএম

মার্চের প্রথম সপ্তাহে আদানি গোষ্ঠীর বিদ্যুৎ আসবে: নসরুল হামিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রোববার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

গ্যাসের দাম কিছুটা স্থিতিশীল জানিয়ে তিনি বলেন, ‘আমরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেয়ার চেষ্টা করছি। যে কারণে বাড়িয়েছি গ্যাসের দামও। শিল্পে আমরা নিরবচ্ছিন্ন গ্যাস সবরাহের চেষ্টা করছি।’

বিদ্যুতেও গ্যাসের পরিমাণ বাড়ছে জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, ফেব্রুয়ারি থেকে বিদ্যুতের অবস্থা যাতে ভালো থাকে, সে কারণেই এমনটা করা হয়েছে। আমাদের যে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র আছে, সেগুলো একটার পর একটা আসা শুরু হবে। আমরা পায়রা তো পাচ্ছি, পুরোটাই পাচ্ছি আমরা। আমরা আশা করছি রামপালও চলে আসবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা আশা করছি বরিশালের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র চলে আসবে। এসএস পাওয়ার চলে আসবে। আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে যে বিদ্যুৎ আমরা আনব, সেটা আশা করছি আগামী মাসের (মার্চ) প্রথম সপ্তাহ থেকে আসবে।’


গণমাধ‌্যমে আসা আদানির বিদ্যুৎ পাওয়া নিয়ে অনিশ্চয়তার ব্যাপারে নসরুল হামিদ বলেন, ‘আমার মনে হয় এটা খবুই বাজে কথা। আদানির বিদ্যুৎকেন্দ্র আমরা নিজেরা দেখতে গিয়েছিলাম। আমাদের টিম গিয়েছিল, সেখানে আমি ছিলাম। তারা বহু আগেই বিদ্যুৎ দেয়ার কথা বলেছিল। আমরা যেহেতু ফেব্রুয়ারির শেষে একটা তারিখ নির্ধারণ করেছি, সেদিনই আমাদের সিওডি (কমার্শিয়াল অপারেশন ডেট) হবে। সিওডি হওয়া মানেই আমরা আশা করছি, মার্চের প্রথম সপ্তাহে বিদ্যুৎ পাব।’

আর্কাইভ