• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মুনাফা বেড়েছে ওরিয়ন ইনফিউশনের

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৩, ০৩:২২ এএম

মুনাফা বেড়েছে ওরিয়ন ইনফিউশনের

ছবিঃ সংগৃহীত

সিটি নিউজ ডেস্ক

চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেডের। অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, গত অক্টোবর-ডিসেম্বর ২০২২ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ১৪ পয়সা।

সোমবার (৩০ জানুয়ারি) কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর অনুমোদন করা হয়।র্


সম্প্রতি বহুল আলোচিত এই কোম্পানির শেয়ার একশ টাকার নিচ থেকে প্রায় ১০০০ পর্যন্ত বৃদ্ধি পায়। সবশেষ শেয়ারটি ৩৪৮ টাকায় লেনদেন হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্য মতে, ২০২২-২৩ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক অক্টোবর-ডিসেম্বর সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪০ পয়সা। আগের অর্থবছরে একই সময়ে ইপিএস হয়েছিল ২৬ পয়সা।

চলতি অর্থবছরের দুই প্রান্তিক মিলিয়ে অর্থাৎ জুন-ডিসেম্বর ২০২২ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ০৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে আয় ছিল ৯৮ পয়সা।

 

সাজেদ/

অর্থ ও বাণিজ্য সম্পর্কিত আরও

আর্কাইভ