• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

ডলারের দাম বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৩, ০১:৩৫ এএম

ডলারের দাম বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এক মাসের ব্যবধানে আবারও ডলারের দাম বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এবার পূর্বমূল্য থেকে আরও এক টাকা বাড়ানো হয়েছে। ফলে এখন থেকে যারা বাংলাদেশ ব্যাংক থেকে ডলার কিনবেন তাদের ডলারপ্রতি গুনতে হবে ১০০ টাকা। এর আগে গত ৫ ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংক তাদের বিক্রি করা ডলারের দাম বাড়িয়ে ৯৯ টাকা নির্ধারণ করেছিল।

বাজারের দামের সঙ্গে সঙ্গতি বজায় রাখতে নতুন করে ডলারের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংক যে ডলার বিক্রি করবে, তার প্রতি ডলারের দাম হবে ১০০ টাকা।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, ‘বাজারের দামের সঙ্গে সংগতিপূর্ণ করতে ডলারের দাম বাড়ানো হচ্ছে। এটা নিয়মিত উদ্যোগেরই অংশ।’

প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর দেশে ডলার সংকট দেখা দেয়। এরপর বাজারে ডলারের দাম বাড়তে থাকে। গত বছরের এপ্রিলে যেখানে ডলারের মূল্য ছিল ৮৬ টাকার আশপাশে তা এখন বিক্রি হচ্ছে ১০০ টাকায়।

এআরআই

আর্কাইভ