• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

গার্মেন্টস শ্রমিকদের ৯৩ কোটি টাকা সহায়তা

প্রকাশিত: জুন ১৭, ২০২১, ০৮:২৩ পিএম

গার্মেন্টস শ্রমিকদের ৯৩ কোটি টাকা সহায়তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রফতানিমুখী গার্মেন্টস শ্রমিকদের ৯৩ কোটি ১৮ লাখ টাকা দিয়েছে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের শ্রমিক কল্যাণ তহবিল থেকে সাত হাজার (মৃত্যু, দুরারোগ্য ব্যাধি, সন্তানদের শিক্ষা) শ্রমিককে সহায়তা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুন) বিকেলে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সম্মেলন কক্ষে শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় তহবিলের ১৪তম বোর্ড সভায় তথ্য জানানো হয়।

এতে বলা হয়, তহবিল থেকে মৃত্যুজনিত কারণে হাজার ১৮৮ জন শ্রমিকের পরিবারকে ৮৩ কোটি ৪০ লাখ, চিকিৎসা বাবদ হাজার ৭৬ জন শ্রমিককে কোটি ১৩ লাখ এবং শিক্ষা সহায়তা হিসেবে শ্রমিকের ৭৩৬ জন সন্তানকে কোটি ৪৭ লাখ ২০ হাজার টাকা সহায়তা দেয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘সহায়তা প্রত্যাশী শ্রমিক এবং তাদের স্বজনগণ আবেদন করলে দ্রুতই যেন সহায়তার টাকাটা পান সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আরও আন্তরিকভাবে কাজ করতে হবে। কোনো প্রকার অনিয়ম বরদাশত করা হবে না।

সভায় মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম, কেন্দ্রীয় তহবিলের ভারপ্রাপ্ত মহাপরিচালক . সেলিনা, কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দিন আহমেদ, শ্রম অধিদফতরের মহাপরিচালক গৌতম কুমার চক্রবর্তী, বিজিএমইএ-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল মান্নান কচি, বিকেএমইএ-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি নুর কুতুব আলম মান্নান এবং শ্রমিক নেতা সিরাজুল ইসলাম রনি প্রমুখ উপস্থিত ছিলেন।

তরিকুল/নূর/এম. জামান

আর্কাইভ