• ঢাকা সোমবার
    ১৩ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

চাইলে তেল-গ্যাস আমদানি করতে পারে বেসরকারি খাত

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২২, ০৮:৩৭ পিএম

চাইলে তেল-গ্যাস আমদানি করতে পারে বেসরকারি খাত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বেসরকারি খাত চাইলে তেল-গ্যাস আমদানি করতে পারে। এছাড়া আগামী জুনের পর থেকে ডিজেলচালিত বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে না বলেও জানান তিনি। শনিবার (৩ ডিসেম্বর) বিদ্যুৎ ভবনে বর্তমান বৈশ্বিক ও বাংলাদেশ প্রেক্ষাপটে জ্বালানি পরিস্থিতি নিয়ে এফইআরবি আয়োজিত সেমিনারে একথা বলেন প্রতিমন্ত্রী।

গ্রাহকের দোড়গোড়ায় সাশ্রয়ী ও সহনীয় দামে বিদ্যুৎ ও জ্বালানি পৌঁছে দেয়াই মূল চ্যালেঞ্জ বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, যেসব ডিজেলচালিত বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে চুক্তির মেয়াদ আগামী বছরের জুনের মধ্যে শেষ হয়ে যাবে, সেগুলোর মেয়াদ আর বাড়ানো হবে না। গ্যাসের দাম বেড়ে যাওয়া বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়েছে, এমন মন্তব্য করে নসরুল হামিদ বলেন, কারণ এখন আমাদের কাছে ডিপ সী-তে (গভীর সমুদ্র) এক্সেপ্লোরেশনের জন্য অফার আসছে। এর জন্য আগে কোনো পার্টিই পাওয়া যায়নি।

 

সজিব/

অর্থ ও বাণিজ্য সম্পর্কিত আরও

আর্কাইভ