প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২২, ১০:২১ পিএম
সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের ব্যাংকিং খাত সম্পর্কে বিভিন্ন গুজব ও নেতিবাচক প্রচার-প্রচারণার পরিপ্রেক্ষিতে বেসরকারি ব্যাংকগুলোর উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এক বিবৃতিতে বলেছে, বর্তমানে ব্যাংকগুলোতে তারল্য সংকট নেই।
বিএবির চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ব্যাংকিং খাতে তারল্য সংকট নিয়ে নেতিবাচক প্রচারণা চলছে। কিন্তু এটা সত্য নয়। ব্যাংকগুলোতে তারল্য স্থিতিশীল রয়েছে। তিনি বলেন, বর্তমানে ব্যাংকিং খাতে ১ দশমিক ৭০ লাখ কোটি টাকার তারল্য অবশিষ্ট রয়েছে, যা প্রয়োজনের চেয়ে বেশি।
বিবৃতিতে দাবি করা হয়, বাংলাদেশের ব্যাংকিং খাত অত্যন্ত সুদৃঢ় অবস্থায় রয়েছে। ব্যাংকগুলোতে বর্তমানে কোনো ধরনের আর্থিক সংকট নেই। প্রতিটি ব্যাংকে পর্যাপ্ত তারল্যপ্রবাহ রয়েছে এবং সাধারণ আমানতকারী ও ব্যবসায়ীরা সব ব্যাংকের সব শাখায় নির্বিঘ্নে লেনদেন করতে পারছেন।
বিবৃতিতে আরও বলা হয়, আমাদের স্বাধীনতার ৫১ বছরেও কোনো ব্যাংক বন্ধ হয়নি এবং ভবিষ্যতেও হওয়ার আশঙ্কা নেই। ব্যাংকগুলোতে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে।
সজিব/এএল