• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
খুঁজে পাচ্ছে না পুলিশ

পলাতক মঞ্জুর লাইভে আসছেন আজ

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২২, ০৭:১৬ পিএম

পলাতক মঞ্জুর লাইভে আসছেন আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শতাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তিনি। পুলিশ বলছে পলাতক! তবে তিনি ঘুরছেন-ফিরছেন, বাসায় থাকছেন। এমনকি ধারাবাহিকভাবে আসছেন ফেসবুক লাইভেও। তবুও তাকে খুঁজে পাচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী। তার নাম মঞ্জুর আলম শিকদার। বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান তিনি।

মঞ্জুর আলম শিকদার আজকেও লাইভে আসছেন। তাও আবার পূর্ব ঘোষণা দিয়ে। শুক্রবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে আলেশা মার্টের ফেসবুক পেজে এমন ঘোষণা দেয়া হয়েছে।

ঘোষণায় বলা হয়েছে, ‘আলেশা হোল্ডিংস লিমিটেড -এর সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যান মহোদয় আলেশা মার্ট সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে আজ শনিবার (১৫ অক্টোবর, ২০২২) বিকেল ৪টায় লাইভে আসবেন। আলেশা মার্টের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।’ 

শুক্রবার (১৪ অক্টোবর) রাতে প্রতারিত গ্রাহকদের পাওনা পরিশোধ সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করে আলেশা মার্ট। যেখানে ২৯ জন গ্রাহকের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

এআরআই/এএল

অর্থ ও বাণিজ্য সম্পর্কিত আরও

আর্কাইভ