• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
আলেশা মার্টসহ ই-কমার্স প্রসঙ্গ

মন্ত্রণালয়ের নাম ভাঙালে কঠোর ব্যবস্থা নেয়া হবে : বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২২, ০৯:৪৫ পিএম

মন্ত্রণালয়ের নাম ভাঙালে কঠোর ব্যবস্থা নেয়া হবে : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ই-কমার্সের নামে গ্রাহকদের সঙ্গে প্রতারণায় জড়িতরা কোনো অবস্থায় ছাড় পাবে না। আর কেউ যদি বাণিজ্য মন্ত্রণালয়ের নাম ভাঙ্গিয়ে সম্পর্ক জাহির করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের প্রতারণা এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নাম ভাঙানোর বিষয়টি তার নজরে আনলে এসব কথা বলেন তিনি।

কেউ যদি এই প্লাটফর্ম ব্যবহার করে প্রতারণার জাল বিস্তার করে সেটা অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ই-কমার্স হচ্ছে নতুন প্রজন্মের একটি প্লাটফর্ম। ডিজিটাল বাংলাদেশের কনসেপ্ট অনুযায়ী গ্রাহকের দোরগোড়ায় পণ্য পৌঁছে দেয়ার কাজটি করে এই মাধ্যম। তবে কেউ যদি এই প্লাটফর্ম ব্যবহার করে প্রতারণার জাল বিস্তার করে সেটা অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ।’

তিনি বলেন, ‘যারা প্রতারণা করে গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘যারা ১ লক্ষ টাকার পণ্য ৫০ হাজার টাকায় দেয়ার প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছ থেকে টাকা নেয় তাদের উদ্দেশ্য কখনও সৎ হতে পারে না। পাশাপাশি এই লোভনীয় অফারে যে গ্রাহকরা বিনিয়োগ করছেন, তারাও ভুল করছেন। তাদেরও বিনিয়োগের আগে যাচাই-বাছাই করে দেখা উচিত।’ এ সময় ই-কমার্স থেকে পণ্য কেনার ক্ষেত্রে গ্রাহকদের সতর্ক থাকার আহ্বান জানান টিপু মুনশি।

আলেশা মার্ট যদি বাণিজ্য মন্ত্রণালয়ের নাম ভাঙিয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্ট বাণিজ্য মন্ত্রণালয়ের নাম ভাঙাচ্ছে এমন প্রশ্নের উত্তরে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা সব সময় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রস্তুত। আলেশা মার্ট যদি বাণিজ্য মন্ত্রণালয়ের নাম ভাঙিয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

অর্থ ও বাণিজ্য সম্পর্কিত আরও

আর্কাইভ