• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে কড়াকড়ি

প্রকাশিত: জুলাই ২৯, ২০২২, ১২:৫৯ এএম

বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে কড়াকড়ি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টাকার বিপরিতে কমছে ডলারের দাম। ডলার সংকটে কমছে রিজার্ভ। সংকট কাটাতে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এমন পরিস্থিতিতে সংবাদমাধ্যমের কর্মীদের প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৮ জুলাই) ব্যাংকের পক্ষে এমন নির্দেশনা জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, দুপুর দুইটার আগে কোনও সাংবাদিক গভর্নর ভবনে প্রবেশ করতে পারবে না। আব্দুর রউফ তালুকদার কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর হিসেবে যোগদানের পর আবারও এমন নির্দেশনা দেওয়া হলো।

এর আগে ২০১৬ সালে এমন ঘটনা ঘটেছিল। তখন ফজলে কবির নতুন গভর্নর হিসেবে নিয়োগ পাওয়ার পর গভর্নর ভবনের তৃতীয় তলায় গণমাধ্যমকর্মী প্রবেশে নিষেধাজ্ঞা দেন। কিছুদিন পরে সেই নিষেধাজ্ঞা শিথিল করে সাংবাদ সম্মেলন করেন গভর্নর ফজলে কবির।

কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি স্বীকার করলেও তবে কী কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

এদিকে বাংলাদেশ ব্যাংকের এমন সিদ্ধান্তের ক্ষুব্ধ হয়েছে সংবাদকর্মীরা। তারা কেন্দ্রীয় ব্যাংকের সব ধরনের কর্মসূচি বয়কটের কথা ভাবছেন।

জেডআই/

অর্থ ও বাণিজ্য সম্পর্কিত আরও

আর্কাইভ