• ঢাকা বৃহস্পতিবার
    ০৯ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

রাশিয়া ছাড়তে শুরু করেছে ভারতীয় কোম্পানিগুলো

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২২, ০৩:২৩ এএম

রাশিয়া ছাড়তে শুরু করেছে ভারতীয় কোম্পানিগুলো

সিটি নিউজ ডেস্ক

রাশিয়ার সঙ্গে ব্যবসা বন্ধ করার ঘোষণা দিয়েছে ভারতের অন্যতম বৃহৎ দুই বহুজাতিক কোম্পানি টাটা স্টিল ও ইনফোসিস। ইস্পাত কোম্পানি টাটা স্টিল গত বুধবার জানিয়েছে, রাশিয়ার সঙ্গে ব্যবসা বন্ধের বিষয়ে তারা একটি সচেতন সিদ্ধান্ত নিয়েছে।

এক বিবৃতিতে টাটা স্টিল জানিয়েছে, রাশিয়ার ওপর নির্ভরতা শেষ করে ব্যবসায়ের গতি ঠিক রাখতে ইতোমধ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনায় ভারত, যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসে টাটা স্টিলের সব কারখানায় কাঁচামালের বিকল্প সরবরাহ নিশ্চিত করা হয়েছে। তবে কোম্পানিটি এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়নি।

রাশিয়া থেকে কার্যক্রম সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়ে ইনফোসিসের প্রধান নির্বাহী কর্মকর্তা সলিল পারেখ বলেন, ‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে রাশিয়া থেকে আমাদের সব কার্যক্রম বাইরে সরিয়ে নেওয়া শুরু করেছি।’

ইউক্রেনে যুদ্ধ শুরুর পরে গত দুই মাসে বিশ্বের কয়েক ডজন কোম্পানি রাশিয়ায় তাদের ব্যবসা বন্ধ বা স্থগিত করেছে। সেই তালিকায় সর্বশেষ যুক্ত হলো ভারতের টাটা স্টিল ও ইনফোসিস।

পশ্চিমা দেশগুলো যখন রাশিয়ার জ্বালানির ওপর নিষেধাজ্ঞা দিচ্ছিল, তখন রাশিয়া থেকে কম দামে তেল ক্রয়ের সিদ্ধান্ত নেয় ভারত। এ ছাড়া জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়াকে অপসারণে ভোট দেওয়া থেকে বিরত ছিল দেশটি। এর বড় কারণ হলো, রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘদিনের। দেশটির সামরিক সরঞ্জামের ৫০ শতাংশের বেশি আসে রাশিয়া থেকে।

তবে সম্প্রতি ভারতের সঙ্গে রাশিয়ার বিকল্প হিসেবে সম্পর্কোন্নয়নে তৎপর হয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা কয়েক দিন আগে  ভারত সফর করেছেন। আর এখন ভারত সফরে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

জেইউ

অর্থ ও বাণিজ্য সম্পর্কিত আরও

আর্কাইভ