• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

রিমোট ছাড়াই বাংলায় কথা বলে এয়ারকন্ডিশনার চালু ও বন্ধ করা যাবে

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২২, ০৯:৩৮ পিএম

রিমোট ছাড়াই বাংলায় কথা বলে এয়ারকন্ডিশনার চালু ও বন্ধ করা যাবে

সিটি নিউজ ডেস্ক

‘এসি চালু’ বললেই সেটি স্বয়ংক্রিভাবে চালু হবে। আবার ‘এসি বন্ধ’ বললে নিজে থেকে বন্ধ হবে। ‘স্বাগতম ওয়ালটন’ বললেই এ প্রযুক্তির এসি সচল হবে। বাঙালির জীবনে তাৎপর্যময় মাস ফেব্রুয়ারি। ভাষার মাস ফেব্রুয়ারিতে বাংলা ভয়েস কন্ট্রোল এসি উন্মোচন করল ওয়ালটন। রিমোট ছাড়াই বাংলায় কথা বলে ওয়ালটন এয়ারকন্ডিশনার চালু বা বন্ধ করা যাবে। বিশ্বে প্রথম এ প্রযুক্তির এসি বাজারে ছেড়েছে বাংলাদেশি কোম্পানি ওয়ালটন। এই প্রযুক্তি ওয়ালটনের নিজস্ব উদ্ভাবন।

গত বছর অফলাইন ভয়েস কন্ট্রোল প্রযুক্তির এসি বাজারে ছাড়ে ওয়ালটন। ‘ওশেনাস সিরিজ’-এর ওয়ালটনের এই এসিটি ইংরেজিতে বিভিন্ন কমান্ড দিয়ে নিয়ন্ত্রণ করা যায়। বাজারে আসার সঙ্গে সঙ্গে ওয়ালটনের কথা বলা এসি বিপুল সাড়া ফেলে। এর পরিপ্রেক্ষিতে এবার মায়ের ভাষা বাংলায় কথা বলা এসি আনল ওয়ালটন। 

রবিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে এক উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ‘বাংলা ভয়েস কন্ট্রোল এসি’ উন্মোচন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালক এসএম মাহবুবুল আলম। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এমদাদুল হক সরকার ও হুমায়ূন কবীর, প্লাজা ট্রেডের সিইও মোহাম্মদ রায়হান, এসির চিফ বিজনেস অফিসার (সিবিও) মোহাম্মদ তানভীর রহমান, চিফ মার্কেটিং অফিসার ফিরোজ আলম, আরঅ্যান্ডআই (গবেষণা ও উদ্ভাবন) বিভাগের প্রধান তাপস কুমার মজুমদার, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এসএম জাহিদ হাসান, মোহাম্মদ ইউসুফ আলী, আনিসুর রহমান মল্লিক, এক্সিকিউটিভ ডিরেক্টর রাকিব উদ্দীন, শাহজাদা সেলিম, ওয়ালটন এসির ডেপুটি সিবিও সন্দীপ বিশ্বাস, এসির আরঅ্যান্ডআই বিভাগের প্রধান আরিফুল ইসলাম প্রমুখ।

পরিচালক এসএম মাহবুবুল আলম বলেন, ‘বাংলা ভয়েস কন্ট্রোল এসি ওয়ালটন আরঅ্যান্ডআই টিমের একটি বিস্ময়কর আবিষ্কার। একটি রিয়েল ইনোভেশন। এর আগে ইংরেজি ভাষায় ভয়েস কন্ট্রোল এসি বাজারে আসে। বিশ্বের অন্য যেসব দেশে আমরা এসি রফতানি করছি, পর্যায়ক্রমে সেসব দেশের প্রধান ভাষায়ও ওয়ালটনের কথা বলা এসি আসবে। ওয়ালটনের অন্যান্য পণ্যেও এ ধরনের ইনোভেশন চলছে।’ 

ড/এফএ
আর্কাইভ