• ঢাকা বৃহস্পতিবার
    ০৯ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

মেলায় দেড় কোটি টাকার ভ্যাট আদায়

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২, ১১:৫৭ পিএম

মেলায় দেড় কোটি টাকার ভ্যাট আদায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় দেড় কোটি টাকা ভ্যাট আদায় হয়েছে জানিয়েছে রফতানি উন্নয়ন ব্যুরো। এক মাসে এই ভ্যাট আদায় করা হয়।

সোমবার (৩১ জানুয়ারি) রাজধানীর পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে সমাপনী অনুষ্ঠানে তথ্য জানানো হয়।

রফতানি উন্নয়ন ব্যুরো জানায়, ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অবস্থিত কাস্টমস, এক্সাইজ ভ্যাট কমিশনারেট ঢাকা (পূর্ব) এর অস্থায়ী অফিস স্টলগুলো থেকে ভ্যাট আদায়ের কাজটি করেছে। এছাড়া ইসলামী ব্যাংক জনতা ব্যাংক অনলাইনে ভ্যাটের চালান সংগ্রহ করেছে। আগে এটি ম্যানুয়ালি করা হতো।

এবারের মেলায় ইসলামী ব্যাংক জনতা ব্যাংকের স্টলে অটোমেটেড চালান সিস্টেমের (এসিএস) মাধ্যমে সরকারি রাজস্ব ভ্যাট, ট্যাক্স বিভিন্ন ফি জমা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছিল। ব্যবসায়ীরা তাদের প্রতিদিনের লেনদেনের ভ্যাট-ট্যাক্সসহ অন্যান্য ফি এই দুই স্টলে নিয়মিত জমা দিতে পারতেন। ভ্যাট পরিশোধ না করলে মেলা শেষে তাদের মালামাল জব্দ করা হবে হবে বলেও জানা যায়।

মেলায় বিভিন্ন ক্যাটাগরির মোট ২৩টি প্যাভিলিয়ন, ২৭টি মিনি প্যাভিলিয়ন, ১৬০টি স্টল এবং ১৫টি ফুড স্টল দেশি-বিদেশি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হয়েছিল। যা অন্য বছরের তুলনায় অর্ধেক। তাছাড়া মেলায় ১১টি বিদেশি স্টল অংশগ্রহণ করেছে।

নূর

অর্থ ও বাণিজ্য সম্পর্কিত আরও

আর্কাইভ