প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২, ০৫:২২ পিএম
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার
পর্দা নামছে আজ (৩১ জানুয়ারি)। অন্যান্য বছর
জানুয়ারি মাস শেষ হলেও
মেলা এক সপ্তাহ বাড়ানো
হতো। কিন্তু করোনা সংক্রমণ বাড়ার কারণে এবার মেলা সময়মতো
শেষ করছে কর্তৃপক্ষ।
বাণিজ্যমেলার
পরিচালক ও রফতানি উন্নয়ন
ব্যুরো (ইপিবি) সচিব ইফতেখার আহমেদ
বলেন, ‘অন্যান্য বছর মেলা এক
সপ্তাহ বেশি সময় চললেও
এবার করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায়
সময়মতো শেষ হচ্ছে। সফলভাবেই
মেলা শেষ হচ্ছে।’
তিনি
জানান, নতুন পরিসরে নতুন
জায়গায় আয়োজিত বাণিজ্যমেলা নিয়ে আয়োজক ও
ব্যবসায়ীরা খুশি। অন্যবার ব্যবসায়ীরা মেলার সময়সীমা বাড়ানোর কথা বললেও এবার
করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায়
তারা আবেদন করেননি।
জানা
গেছে, আন্তর্জাতিক বাণিজ্যমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম
দস্তগীর গাজী, বীরপ্রতীক। বিশেষ
অতিথি হিসেবে থাকার কথা রয়েছে বাণিজ্যমন্ত্রী
টিপু মুনশী এবং ফেডারেশন অব
বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড
ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন।
এবারের
বাণিজ্যমেলায় বিভিন্ন ক্যাটাগরির মোট ২৩টি প্যাভিলিয়ন,
২৭টি মিনি প্যাভিলিয়ন, ১৬২টি
স্টল এবং ১৫টি ফুড
স্টল দেশি-বিদেশি প্রতিষ্ঠানকে
বরাদ্দ দেয়া হয়েছে। যা
অন্য বছরের তুলনায় অর্ধেক। তাছাড়া মেলায় রয়েছে ১১টি বিদেশি স্টল।
নূর/ডা