• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

‘স্বাস্থ্যবিধি মেনে মেলা চলবে’

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২২, ০৯:০৯ পিএম

‘স্বাস্থ্যবিধি মেনে মেলা চলবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বাস্থ্যবিধি মেনেবাণিজ্য মেলাচলবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল লতিফ বক্সি।

আব্দুল লতিফ বক্সি জানান, স্বাস্থ্যবিধি মেনে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে। মেলা বন্ধ হবে কিনা সে বিষয়ে সরকার ঘোষিত প্রজ্ঞাপনে কোনো কিছু বলা হয়নি। তবে স্বাস্থ্যবিধি মেনে মেলা চলবে। জাতীয় স্বাস্থ্য কমিটি যদি মেলা বন্ধের কোনো ঘোষণা দেয় তখন বন্ধ হবে।

তিনি আরও জানান, মেলাতে আগত ক্রেতা-বিক্রেতা-দর্শনার্থীদের জন্য স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্যবিধির নিয়ম-কানুন মাথায় রেখেই মেলার ডিজাইন করা হয়েছে। তা ছাড়া এবার স্টলের সংখ্যা সীমিত রাখা হয়েছে। সেখানে স্বাস্থ্যবিধি পরিপালনের সব ব্যবস্থা রয়েছে।

যাতায়াতের কষ্ট বেশি ভোগাচ্ছে দর্শনার্থীদের।

ওমিক্রনসহ দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় আগামী ১৩ জানুয়ারি থেকে সারা দেশে ১১টি নির্দেশনা দিয়ে বিধিনিষেধ জারি করেছে সরকার।

নূর/ডা

অর্থ ও বাণিজ্য সম্পর্কিত আরও

আর্কাইভ