• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

পেঁয়াজের দাম কেজিতে বাড়ল ১০ টাকা

প্রকাশিত: মে ২২, ২০২১, ০৫:১৯ পিএম

পেঁয়াজের দাম কেজিতে বাড়ল ১০ টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাত্র ১০ দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১০ টাকা। ঈদের দুই দিন আগেও যে পেঁয়াজ ছিল ৩০-৩৫ টাকা কেজি, সেটা বেড়ে এখন হয়েছে ৪৫ টাকা।

শনিবার (২২ মে) রাজধানীর বাড্ডা, মালিবাগ, কারওয়ান বাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, সেখানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়, যা ১০ দিন আগে ছিল ৩০ থেকে ৩৫ টাকা।

বিক্রেতারা বলছেন, ঈদের পর যারা গ্রামে গিয়েছিলেন, তারা রাজধানীতে ফিরতে শুরু করেছেন। ফলে চাহিদা বেড়ে যাওয়ায় প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকা দরে। তবে বেশির ভাগ খুচরা দোকানদার ৫০ টাকা দরে পণ্যটি বিক্রি করছেন।

বর্তমানে বন্ধ রয়েছে ভারত থেকে পেঁয়াজ আমদানি। দেশের পেঁয়াজচাষিরা যাতে ভালো দাম পান সেজন্য পণ্যটির আমদানি অনুমোদন (আইপি) বন্ধ রেখেছে কৃষি মন্ত্রণালয়। অন্যদিকে স্থানীয় বাজারেও সরবরাহ কিছুটা কম তাই দাম বেড়েছে বলে জানা গেছে।

তবে পাইকারি বাজারে তেমন দাম বাড়েনি পেঁয়াজের। শনিবার রাজধানীর সবচেয়ে বড় পেঁয়াজের বাজার শ্যামবাজারে কেজিপ্রতি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৪ থেকে ৩৫ টাকা দরে। যেটা ১০ দিন আগে ছিল ৩০ থেকে ৩২ টাকা।

শ্যামবাজার বণিক সমিতির সহসভাপতি আব্দুল মাজেদ সিটি নিউজকে বলেন, পেঁয়াজের সরবরাহও প্রচুর। এখানে ৩৪ থেকে ৩৫ টাকা দরে কেজি বিক্রি করছি। খুচরায় কেন এত দাম বেড়েছে বুঝতে পারছি না। ঈদের আগেও আমরা পাইকারি এমন দামেই বিক্রি করেছি।

বাড্ডা বাজারে খুচরা বিক্রেতা রহমান বলেন, ‘কারওয়ান বাজার থেকে ৪০-৪৫ টাকা দিয়ে কিনতে হয়। আর ভারত থেকে আমদানি বন্ধ। তার ওপর সরবরাহ কম, জন্য পেঁয়াজের দাম বেড়েছে। প্রতি কেজি পেঁয়াজ ৪৫ টাকা বিক্রি করছি। আর ভারতের পেঁয়াজও ৪৫ টাকা।  

কারওয়ান বাজারে পাইকারি ৪০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করতে দেখা গেছে।

এরিয়ান/এম. জামান

অর্থ ও বাণিজ্য সম্পর্কিত আরও

আর্কাইভ