প্রকাশিত: মে ৯, ২০২১, ০৮:০৬ পিএম
রাজধানীর
মিরপুরে ৩০টি পোশাক কারখানার
শ্রমিকরা সাত দিনের ছুটি
ও বেতন-ভাতা ইস্যুতে
রাস্তায় আন্দোলনে নামেন। শনিবারের (৮ মে) ওই
আন্দোলনের প্রতিক্রিয়ায় পোশাক কারখানায় তিন দিনের বেশি
ছুটি না দেয়ার অনুরোধ
জানিয়েছে পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ।
সংগঠনের
সভাপতি ফারুক হাসান শনিবার রাতে এক ভিডিও
বার্তায় পোশাক কারখানার শ্রমিকদের তিন দিনের বেশি
ছুটি না দেয়ার জন্য
গার্মেন্টস মালিকদের অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, করোনার
সংক্রমণ রোধে সরকার চলমান
বিধিনিষেধের মেয়াদ আগামী ১৬ মে পর্যন্ত
বাড়িয়েছে।
সরকার
ঘোষণা দিয়েছে ঈদুল ফিতরের ছুটির
সময় সরকারি ও বেসরকারি কর্মচারীরা
যার যার কর্মস্থলে অবস্থান
করবেন। সব প্রতিষ্ঠানকে তিন
দিনের বেশি ছুটি না
দেয়ার অনুরোধ করেছে। তিনি বলেন, “আমি
আমাদের পোশাক শিল্পের বিজিএমইএ ও বিকেএমইএ’র সদস্য প্রতিষ্ঠানগুলোকে
বলছি, তারা যেন শ্রমিকদের
তিন দিনের বেশি ছুটি না
দেন। আমাদের স্বার্থে, শ্রমিকদের স্বার্থে করোনার সংক্রমণ যাতে না বাড়ে
সেদিকে লক্ষ্য রাখতে হবে।”
বিজিএমইএ
সভাপতি আরও বলেন, ‘দেখতে
হবে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে করোনা
সংক্রমণ ব্যাপকভাবে বেড়েছে। এ অবস্থায় নিজেকে
সুস্থ রাখতে হবে এবং সরকারের
নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে।’
আরিয়ান/সিআর/এম. জামান