• ঢাকা শুক্রবার
    ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বসুন্ধরা শপিং কমপ্লেক্স ও নিউমার্কেটে অভিযান

প্রকাশিত: মে ৪, ২০২১, ০৩:৩৭ পিএম

বসুন্ধরা শপিং কমপ্লেক্স ও নিউমার্কেটে অভিযান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে মার্কেট শপিংমলগুলোতে অভিযান শুরু করেছে ভ্রাম্যমাণ আদালত। ব্যবসায়ী ক্রেতাদের স্বাস্থ্যবিধি মানা নিশ্চিত করতে অভিযান পরিচালনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)

মঙ্গলবার ( মে) বেলা ১২টায় ডিএমপির দুজন ম্যাজিস্ট্রেট বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স নিউমার্কেট এলাকায় একযোগে অভিযান শুরু করেন।

অভিযান শুরু হয় বসুন্ধরা শপিংমলের নিচ তলার পূর্ব পাশ থেকে। অভিযান চলাকালে যথাযথভাবে মাস্ক না পরায় ১৮ জনকে বিভিন্ন পরিমাণে অর্থদণ্ড দেন ম্যাজিস্ট্রেট।

এরপরই নিচ তলার ওই অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। যদিও শপিংমলের অন্যান্য ফ্লোরে তখন বৈদ্যুতিক সংযোগ ছিল।

সরেজমিনে দেখা যায়, অভিযানকালে দোকানের সামনে যাওয়া মাত্রই বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হচ্ছিল। এক রকম অন্ধকারের মধ্যেই ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করতে হচ্ছিল ম্যাজিস্ট্রেট শেখ রফিকুল ইসলামকে।

ব্যাপারে ম্যাজিস্ট্রেট বিশেষ কিছু মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি বলেন, মার্কেটে বিদ্যুৎ থাকা না থাকায় কিছু যায় আসে না। কোর্ট চলবে।

সবুজ/এএমকে

আর্কাইভ